শুক্রবার, মার্চ ৩১, ২০২৩
Home > ছড়া/কবিতা > আর্ত শব্দমালা – রেদোয়ান জ্যোতি

আর্ত শব্দমালা – রেদোয়ান জ্যোতি

Spread the love

 বোধি বৃক্ষের তলে জমা হয় নর কঙ্কালের স্তুপ, ‘জীবে প্রেম’ রূপ নেয় কেতাবী ভাষায়, স্থান পায় সুদৃশ্য জাদুঘরে। সন্ধ্যার আরতী উৎসবে থাবা হাঁকে হিংস্র হায়েনা, বঙ্গোপসাগরে স্বচ্ছনীল জলরাশি আজ কালচে লাল। ‘পৃথিবীর সকল প্রাণী সুখী হোক!’ কী মহান বাণী আজ মুখে মুখে! আমার মায়ের তাজা রক্তে মসজিদ আজ অপবিত্র। বাবার চোখের নোনাজল, ঘামে ভেজা শরীর, ক্লান্ত ন্যুজ পিঠ, চাপা আর্তনাদ, দেবতা তবু নিষ্প্রাণ! মেরীর বুকে আশ্রয় নেয় আজ যিশুর খুনিরা, হায়েনারা ঠাঁই নেয় মক্কার পবিত্র গৃহে। জেরুজালেম থেকে ভেসে আসে যাবুর কিতাবের বাণী! আমাদের ঠোঁটের চারপাশে আজ অবরুদ্ধ তালা, হাজার বছরের ভূমিপুত্রের ভাষা আজ অপাংক্তেয়। বাংলা বলাই যদি বাঙালিয়ানা হয় আসুন, সবাই এক আকাশের নিচে দাঁড়াই, খুলে দেই ঠোঁটের বদ্ধ আগল, উপড়ে ফেলি কাঁটাতার। যে শোণিতের মুক্তিপণে ফিরে পেলাম অবরুদ্ধ ভূমি, সিধু-কানু কি ভেসে গেল আজ ব্রহ্মপুত্রের জলে! পৃথিবীর সকল প্রাণী সুখী হোক! ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি!

Facebook Comments