Monday, January 17, 2022
Home > সাহিত্য খবর > আগামীকাল উদয়াচল-এর মুখপাত্র ‘বিহান’র মোড়ক উন্মোচন ও সাহিত্য মাহফিল

আগামীকাল উদয়াচল-এর মুখপাত্র ‘বিহান’র মোড়ক উন্মোচন ও সাহিত্য মাহফিল

Spread the love
অক্ষর : আগামীকাল ১২ মার্চ’১৮ ইং, সেমবার, বিকাল ৪টায় কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ এর সাহিত্য আসর কক্ষে, উদয়াচল-এর মুখপাত্র ‘বিহান’র মোড়ক উন্মোচন ও সাহিত্য মাহফিল অনুষ্ঠিত হবে।
সভাপতিত্ব করবেন মাওলানা জুনাইদ কিয়ামপুরী
আলোচক হিসেবে উপস্থিত থাকবেন
গল্পকার সেলিমআউয়াল,
বি মুহিত চৌধুরী,
আব্দুল মুকিত অপি, সাবেক সাহিত্য সম্পাদক, সিলেটের ডাক,
বিশিষ্টি লেখক গবেষক জয়নুল শামছ,
এহতেশাম কাসিমী, সম্পাদক, মুক্তকলম,
বাশিরুল আমিন, সম্পাদক পলিমাটি,
অতিথি হিসেবে উপস্থিত থাকবেন
মঞ্জুরে মাওলা, পরিচালক দারুল আজহার মডেল মাদরাসা, সিলেট।
ইমদাদুল হক নোমনী সম্পাদক, দাওয়াতুল কুরআন।
আবুল কালাম আজাদ, প্রকাশক, কালান্তর প্রকাশনী।
আহমদ কবির খলীল, সভাপতি ফেমিসাস,
মাহবুব সালমান, সম্পাদক, নবীনকুঁড়ি,
মনজুর আহমদ তত্ত্বাবধায়ক, উদয়াচল সাহিত্য ফোরাম।
Facebook Comments