Monday, January 17, 2022
Home > ছড়া/কবিতা > অমর কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি “মৃত্যুঞ্জয়”

অমর কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি “মৃত্যুঞ্জয়”

Spread the love

 দেবযানী গাঙ্গুলী:

মেঘেদের ঘাট ছুঁয়ে ছুঁয়ে মায়াবী চাঁদ
যখন রাজকন্যা ভানুমতীর শিয়রে
রূপোর কাঠি ছোঁয়ায়, তখন ঠিক তখনই
চেতনার দুয়ার খুলে তুমি আসো “মৃত্যুঞ্জয়!”
নিশ্চিন্দিপুরের সোঁদা গন্ধ মাখা শৈশবে
মেঘমল্লারের সুরে অভিভূত আমরা
তোমারই কথনে চিনেছি মৌরীফুল।
অপরাজিত কৈশোরে আরণ্যক ঘ্রাণ
তুমিই চেনালে …যখন মরণের ডঙ্কা বেজেছে
অশনি সঙ্কেতে –বনে পাহাড়ে তৃণাঙ্কুর যখন
উৎকর্ণ, তখনই ঊর্মিমুখর অথৈ জলে
শুনেছি তোমার বরাভয় ।
আজ যখন জ্যোৎস্নার আলোকপ্রপাতে
পরিযায়ী চাঁদ শরতের কাশকে স্নেহাশিস দেয়
মনে পড়ে কাশস্রোত ভেঙে অপু -দুর্গার
দুর্বার উচ্ছ্বাস! শিশুর চোখে চাঁদের পাহাড়ের
স্বপ্ন তুমিই এঁকেছ …দেবযানের রথে তোমার
জীবন মরণের তীর্থ দর্শন ।স্রষ্টার বিভূতিস্নাত
তোমার জন্মদিনে তাই আজও ইছামতীর
চঞ্চল উপলখন্ড পুলকিত ।
“মা আসছেন “–আগমনীর খেয়া বেয়ে
তুমি কি আরো একবার আসবে না?

Facebook Comments