Spread the love
অক্ষর : প্রকাশ হয়েছে বাংলাদেশের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন দাবানল শিল্পীগোষ্ঠীর সিনিয়র শিল্পী মুহাম্মদ আল- আমিন সাদীর কণ্ঠে চমৎকার একটি মরমী সংগীত “পরদেশী বন্ধু আমার” !
সম্প্রতি ইউটিউবে রিলিজ দেয়া হয় সঙ্গীতটি। প্রকাশের পর শ্রোতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। ভক্তরা এটিকে সাদরেই গ্রহণ করেছে বলে জানিয়েছেন তিনি।
বিশিষ্ট গীতিকার সুরকার মাহফুজুর রহমান মাহমুদ এর কথা ও সুরে, সাউন্ড ডিজাইন করেছে রাজধানীর রিদম ষ্টুডিও। গানটির পরিবেশনায় ছিলো দাবানল শিল্পী গোষ্ঠী।
গানটি ইসলামী সংগীত জগতের ইউটিউব চ্যানেলে আপলোডের পর ব্যাপক সাড়া ফেলেছে। সামাজিক ও সোস্যাল মিডিয়ায়ও জনপ্রিয় হয়ে উঠছে।
সঙ্গীতটি নিয়ে ভক্তদের দারুন সাড়াও পাচ্ছেন তিনি। গান লেখা সুর করা তার ভালো লাগে।
Facebook Comments