Spread the love
অনলাইন ম্যাগাজিন অক্ষর পরিবার ও বাংলাদেশের অভিজাত প্রকাশনা সংস্থা চৈতন্যের যৌথ উদ্যোগে আয়োজিত বিজয় কুইজ কন্টেন্ট এর পর্ব-১১ এর বিজয়ী (Ihsan Ullah)। অক্ষর পরিবার পর্ব-১১ এর সৌভাগ্যবান বিজয়ী বন্ধুকে অভিনন্দন জানাচ্ছে।
বন্ধুরা! পরবর্তী কুইজ কন্টেন্টে অংশগ্রহণ করতে অক্ষরের পেইজে চোখ রাখুন।
বিজয়ের মাস উপলক্ষ্যে চলছে ’গল্প লেখা’ প্রতিযোগিতা। দুই হাজার শব্দের মধ্যে লিখে পাঠান আপনার গল্প। বিজয়ীদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার। সেরা ৩ জন পাবে একটি করে বই বান্ডিল। নির্বাচিত গল্প প্রকাশ করা হবে অক্ষরে এবং আসছে বইমেলা ২০১৮ তে দশ জন সেরা গল্পকারের গল্প নিয়ে চৈতন্য থেকে প্রকাশিত হবে বই।
আপনার গল্পটি পাঠিয়ে দিন এই ঠিকানায়- editorokkhorbd@gmail.com
Facebook Comments